আমুদরিয়া নিউজ : আর দু সপ্তাহ পরেই আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে মার্কিন ট্রেজারি বিভাগে চিনা হ্যাকাররা হানা দিয়ে নতি নিয়েছে বলে অভিযোগ উঠল। রয়টার্স সংবাদ সংস্থার প্রতিবেদনে এ কতা জানানো হয়েছে। আমেরিকার ট্রেজারি বিভাগের সাইবার বিভাগের দায়িত্বে থাকা কোনও এজেন্সির মধ্যে চিনা হ্যাকারা ঢুকে ওই তথ্য হাতিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। চিনের তরফে সরকারিভাবে কোনও প্রতিক্রিনয়া এখনও নেই।
