আমুদরিয়া নিউজ : ক্যান্সার থেকে বাঁচতে গোয়ালঘরে শুয়ে থাকতে হবে, এমন দাওযাই বাতলে দিলেন উত্তরপ্রদেশের এক মন্ত্রী সঞ্জয় সিং গাংওয়ার। রবিবার উত্তরপ্রদেশে একটি বড় গোশালার উদ্বোধনে তিনি এ কথা বলেছেন।
তিনি দাবি করেন, গোয়ালঘর সাফ করতে হবে নিজে হাতে। সেখানে শুয়ে থাকতে হবে। তা হলে নাকি ক্যান্সার হবে না। তিনি তাঁর দলের সতীর্থদের বিবাহ বার্ষিকী এবং জন্মদিনের অনুষ্ঠান গোয়ালে পালনের পরামর্শ দেন। তিনি জানান, গোমাতার কাছে থাকলে রক্ত চাপ কমে।