আমুদরিয়া নিউজ : পন্ডিত বাশ্যরাজ ভজন্ত্রী সংগীত বিদ্বান পুরস্কার পাচ্ছেন। কর্ণাটক রাজ্যের পক্ষ থেকে শীঘ্রই এই সানাই বাদককে সম্মানিত করা হবে। বাশ্যরাজ শুধু কর্ণাটক নয়, সমগ্র ভারতের একজন স্বনামধন্য সানাই বাদক। তাঁর জন্ম ১৯৫২ সালের ১লা মে। কর্ণাটকের বিসমিল্লা, সানাই সম্রাট নানা সম্মানে তিনি ভুষিত ও সম্মানিত হয়েছেন।
ষাট বছর ধরে তিনি সানাইকে তার ধ্যান জ্ঞান করে সুর মূর্ছনায় অসংখ্য মানুষকে মোহিত করেছেন। সঙ্গীত তার পারিবারিক ঐতিহ্যও বটে। তার পরিবার সুরের পরিবার। সঙ্গীতের পরিবার। তিনি পন্ডিত ইয়ালাপ্পা আমারাগোলকারের কাছে সানাই এ উচ্চশিক্ষা লাভ করেন। পন্ডিত ইয়ালাপ্পা আমারাগোলকার ছিলেন ভারতের কিংবদন্তি সানাই বাদক বিসমিল্লা খানের শিষ্য।
তিনি আকাশবাণীর একজন এ গ্রেড শিল্পীও। মাত্র ১২ বছর বয়সে তিনি সানাই হাতে নিয়ে সুর সাধনার পথে তার যাত্রা শুরু করেন। কর্ণাটক রাজ্য সরকার তাকে তুলে দেবে এই পুরস্কার। এই পুরস্কারের মধ্য দিয়েই তিনি পেয়ে যাবেন নগদ ৫ লক্ষ টাকা। ৭২ বছর বয়সী বাশ্যরাজ ভজন্ত্রী জানিয়েছেন তিনি খুব আপ্লুত।