আমুদরিয়া নিউজ : ১০০ কোটি পার করল রজনীকান্তের নতুন সিনেমা ভেটাইয়ান। তামিল সিনেমার মহাতারকা রজনীকান্ত ছবিতে থাকলে দর্শক কেবল তাকেই দেখেন আর কিছু দেখেন না। প্রচলিত এই ধারণাকে ভুল প্রমাণ করে বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর ছবিতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে।
কেবল অ্যাকশন নির্ভর না হয়ে গল্পনির্ভর হওয়ার কারণে প্রশংসিত হচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ভেটাইয়ানও। সমালোচক প্রশংসার সঙ্গে বক্স অফিসেও বাজিমাত করে যাচ্ছে ছবিটি। ৩০০ কোটি টাকার বাজেটের ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে রজনীকান্তকে।