আমুদরিয়া নিউজ : হাসপাতালে এ ভর্তি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ৷ জানা গিয়েছে, রবিবার সকালে দিল্লির এইমস-এর কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে ৷ আচমকা বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতার কারণেই তাঁকে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
