আমুদরিয়া নিউজ : ছবি তুলতে গিয়েছিলেন এক ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার। সামনে ছিল পাহাড়ি গরিলার একটি দল। দলটিতে ছিল একটি পূর্ণবয়স্ক পুরুষ গরিলা ও অনেকগুলি বাচ্চা। পুরুষটি তার বাচ্চাদের স্বাভাবিক আচরণ করতে শেখাচ্ছিল। বাচ্চাগুলি হাত দিয়ে ওই ফোটোগ্রাফারের শরীর স্পর্শ করে দেখছিল। তাদের মাঝেই চুপ করে বসে ছিলেন ওই ব্যক্তি। আর তার সহকর্মী একটু তফাতে ভিডিও তুলছিলেন। তবে সাংঘাতিক ধৈর্য্যের সঙ্গে বসেছিলেন ফোটোগ্রাফার। দলটি ক্রমে তাকে ঘিরে জটলা করে বসে। গরিলা ছানাগুলিও ব্যক্তিকে নিরাপদ বলেই মনে করছিল। কেউ কোনও ঝামেলা করেনি। সম্প্রতি এই ভাইরাল হওয়া এই ভিডিওয় দুই মিলিয়নের ওপর ভিউ এসছে।
