আমুদরিয়া নিউজঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল কেন্দ্রীয় সরকার।এবার উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ঋণ দিতে উদ্যোগ নিল কেন্দ্র সরকার। এর জন্য পি এম বিদ্যা লক্ষ্মী যোজনা আনছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই বিষয়ে অনুমোদন মিলেছে। বাৎসরিক ৮ লক্ষ টাকা আয় এমন পরিবারের ছাত্রছাত্রীরা এই ঋণ নিতে পারবে।
১০ লক্ষ টাকার এই ঋণ নিতে কোন গ্যারান্টার লাগবে না। উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য এই ঋন দেওয়ার ক্ষেত্রে অনেক আগেই প্রকল্প নিয়েছেন। স্টুডেন্টস ক্রেডিট কার্ড এর মাধ্যমে ছাত্রছাত্রীরা এই সুবিধা পাচ্ছে।