আমুদরিয়া নিউজ : নালন্দার পর, ধ্বংসস্তূপ থেকে উঠে আসতে চলেছে ভারতের আরও একটি বিশ্ববিদ্যালয়। রাজগীরের পাদদেশে নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার এক দশক পর, বিহারে আরেকটি প্রাচীন বিশ্ববিদ্যালয় বিক্রমশিলা পুনরুদ্ধারের কাজ চলছে। ভাগলপুরের প্রাচীন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ থেকে নতুন করে একটি বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা চলছে। যদিও কেন্দ্র ২০১৫ সালে প্রকল্পটি অনুমোদন করেছিল। ৫০০ কোটি টাকা মঞ্জুর করেছিল। কিন্তু, বিহার সরকার প্রকল্পের জন্য উপযুক্ত জমি চিহ্নিত করতে না পারায়, এখনও পর্যন্ত সেই কাজ ধীর গতিতে এগিয়েছে।
ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা গত বছরের ডিসেম্বর থেকে আরও বেশি পর্যটক আকর্ষণের জন্য প্রাচীন বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের স্থানটি সংস্কার করেছে। বিহার সরকার সম্প্রতি ভাগলপুর জেলার অ্যান্টিচক গ্রামে ২০২.১৪ একর জমি বিশ্ববিদ্যালয়ের জন্য চিহ্নিত করেছে।

বিক্রমশীলা মহাবিদ্যালয় পুনরুদ্ধারের কাজে গতি আনা হচ্ছে
Leave a Comment