আমুদরিয়া নিউজ : স্বামী হয়ে স্ত্রীয়ের পা ছুঁলেন! তাও আবার করবা চৌথের মত পবিত্র অনুষ্ঠানে! এ সব সিনেমায় দেখে প্রশংসা অবধি ঠিক আছে। কিন্তু অভিনেতাই বাস্তবে তা করে দেখালে রে রে করে ছুটে আসা অস্বাভাবিক নয় সেই ‘মুগ্ধ’ দর্শকদেরই। অসাধারণ অভিনয় দক্ষতায় সকলের মন জয় করে নিলেও তথাকথিত ‘প্রথা’ ভাঙ্গার দায়ে সমালোচিত হতে হল অভিনেতা বিক্রান্ত মেসিকে। করবা চৌথে স্ত্রী শীতলের পা ছুঁয়ে প্রণাম করা ছবি ইনস্টাতে শেয়ার করতেই ধেয়ে আসে তীব্র কটাক্ষ। অবশ্য যাবতীয় নেতিবাচক মন্তব্য বিন্দুমাত্র স্পর্শ করেনি বিক্রান্তকে। এই প্রথম নয়। এর আগেও স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেছেন। নিজেদের সম্পর্কের প্রতি শ্রদ্ধা ও স্ত্রীয়ের প্রতি ভালোবাসা থাকলে, স্ত্রী স্বামীকে প্রণাম করতে পারলে, স্ত্রীকে কেন সম মর্যাদা দিতে পারবেন না স্বামী? প্রশ্ন রাখেন নিন্দুকদের কাছে।