আমুদরিয়া নিউজ : ছত্তিশগরের রাজধানী রায়পুরের সুরগোজা জেলার পারসা কয়লাখনিতে বনভূমি বাঁচানোর লড়াইয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হল গ্রামবাসীদের। বৃহস্পতিবার ওই এলাকায় গাছ কাটা শুরু হয়। প্রশাসনের তরফ থেকে ৩৫০ পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশের বক্তব্য, গ্রামবাসীরা ধারালো অস্ত্র নিয়ে এসেছিলো, সংঘর্ষে আহত আটজন পুলিশ ও চার জন গ্রামবাসী। রাজস্থান রাজ্য বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেডের জন্য কেন্দ্র সরকারের কোল মাইন ডেভেলপার কাম অপারেটরের পক্ষ থেকে এই বনভূমি বরাদ্দ করা হয়েছে। গ্রামবাসীরা শুরু থেকেই এই বিষয়ে আপত্তি জানিয়েছে। এই বনভূমির মধ্যে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়েরও বসবাস।
তাঁদের দাবি, বনভূমি ধ্বংস করলে ৭০০ মানুষ গৃহহারা হবে, প্রায় এক লক্ষ গাছ কাটা পড়বে যা পরিবেশের জন্যেও ক্ষতিকর এবং সেখানকার আদিবাসীদের জন্যেও বিপজ্জনক। প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তার এক্স-হ্যান্ডেলে এবং তিনি মনে করিয়ে দিয়েছেন সংবিধানের পঞ্চম তফশিলের কথা যেখানে আদিবাসীদের হিতার্থে তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি এবং বনভূমি সংরক্ষণের দায়িত্ব সরকারের।