আমুদরিয়া নিউজ : কালভার্ট তৈরিতে হচ্ছে অনিয়ম, এমন অভিযোগ গ্রামবাসীদের। ঘটনা কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের শিববাড়ি মোড় এলাকায়। জানা গেছে শিববাড়ি মোড় থেকে গ্রামের ভেতরে যাবার রাস্তায় কালভার্টটি তৈরি হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ কালভার্ট তৈরিতে বরাতপ্রাপ্ত ঠিকাদার নিম্ন মানের সিমেন্ট ব্যবহার করছেন। তাদের ধারনা যে ধরনের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে সেগুলি জাল সিমেন্ট। এছাড়াও এখানে পুরনো একটি কালভার্ট ছিলো সেটি পুরো না ভেঙ্গে পুরনো কাঠামোর উপরেই নতুন করে ঢালাই করা হচ্ছে। কাজ সম্পর্কে কোনো ডিসপ্লে বোর্ড সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে লাগানো হয়নি। বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধান ও ইঞ্জিনিয়ার কে জানানো হয়েছে। অভিযোগ এর জেরে ঠিকাদার কালভার্ট তৈরির কাজ বন্ধ রেখেছেন। তিনি জানান ইঞ্জিনিয়ার এসে তদন্ত না করা পর্যন্ত কাজ শুরু করা হবেনা।
গ্রামবাসীরা জানান তারা বিডিও কে অভিযোগ জানাবেন। কালভার্ট নির্মান বন্ধ থাকায় গ্রামে যাতায়াতের সমস্যা হচ্ছে। তাদের দাবি সঠিক মানের উপকরন দিয়ে দ্রুত কালভার্ট নির্মানের কাজ শেষ করা হোক।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম