আমুদরিয়া নিউজ : নীলার বয়স মাত্র ১৭ বছর। আফগানিস্তানের মেয়ে নীলা এখন কানাডায় থাকে। ২০২১ সালে সে দেশে তালিবান ক্ষমতা দখলের পরে মেয়েদের উপরে নানা নিষেধাজ্ঞা জারি করেছে। মেয়েদের গান গাওয়ায় নিষেধ। সেটার প্রতিবাদ জানিয়ে নীলা গান গেয়ে সোশাল মিডিয়ায় শেয়ার করেছিল। তা ভাইরাল হয় গোটা বিশ্বে।
এর পরে নীলা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পাকিস্তান হয়ে কানাডায় যায়। সেখানে আশ্রয় পেয়েছে সে। এখন সেখান থেকেই আফগান নারীদের অধিকারের পক্ষে নানাভাবে সরব হচ্ছে। সেই নীলাকে এবার আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার আমস্টারডামে নীলাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়।
অতীতে এই পুরস্কার পেয়েছেন মালালা ইউসুফজাই, গ্রেটা থুনবার্গ এবং এনকোসি জনসন।