আমুদরিযা নিউজ : সেট ব্যাক থেকেই কাম ব্যাক আসে, এভাবে দেশের ক্রিকেট তারকা বিরাট কোহলির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন এক প্রাক্তন ক্রিকেট তারকা যুবরাজ সিং। মঙ্গলবার ৩৬ বছরে পা দিযেছে বিরাট। তিনি লিখেছেন, হ্যাপি বার্থ ডে কোহলি। সেট ব্যাক থেকেই সেরা কাম ব্যাক আসে। তোমার দুর্দান্ত প্রত্যাবর্তনের অপেক্ষায় গোটা দুনিয়া।