আমুদরিয়া ডেস্ক : আজ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো হচ্ছে বাংলা জুড়ে। আমুদরিয়া নিউজের স্টুডিওতেও সকালে পুজো হয়েছে। আমুদরিয়া নিউজ অপিসে পুজোর পুরোহিত ছযিনি, সেই সুজিত গাঙ্গুলীও একজন রিপোর্টার। তাঁর নিজস্ব সংবাদ পত্রিকা ও ডিজিটাল চ্যানেল রয়েছে।
ভারতের প্রায় সব প্রদেশেই এই পুজো হয়ে থাকে। মনে রাখতে হবে, দেবতাদের যাবতীয় অস্ত্রই কিন্তু বিশ্বকর্মা দেবের হাতে তৈরি। তা সে ত্রিশূল হোক, গদা হোক, সুদর্শন তক্র হোক, সবই এই দেবতা তৈরি করেছেন।
বিশ্বকর্মা পুজো এসে যাওয়ার আরেকটা মানে রয়েছে। হিন্দু রীতি অনুযায়ী বিশ্বকর্মা পুজোর দিন থেকেই শারদ উসবের প্রস্তুতি পুরোদমে শুরু হযে যায়।