আমুদারিয়া ডেস্কঃ কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক পুরসভার ভোট করানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকারকে ৬ সপ্তাহ সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (সিজে) টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গতকাল কার্শিয়াঙের নাগরিক উরজেন লামার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে ওই রায় দেন। উরগেন লামার আইবজীবী আনন্দ ভান্ডারী এবং সহযোগীরা শুনানিতে অংশ নেন। ওই পুরসভাগুলির বোর্ডের মেয়াদ 2022 সালের এপ্রিলে শেষ হয়েছে। তার পরে প্রশাসক দিয়ে চালানো হচ্ছে। দেশের সংবিধানে রয়েছে পুরসভা ও পঞ্চায়েতের বোর্ড দীর্ঘদিন প্রশাসক বোর্ড দিয়ে চালানো যাবে না।