আমুদরিয়া নিউজ : রাগ উঠলে বা নিজেকে বাঁচাতে কুকুর যে মানুষকে কামড়ায় তা তো আমরা জানি। কিন্তু এই কুকুর তো একদম অন্যরকম। একজন লোক রাস্তা দিয়ে হাটছিলেন। রাস্তার পাশে বসে থাকা একটি কুকুর তাঁর কাছে আদর খেতে গেলে লোকটি একটি লাঠি নিয়ে কুকুরটিকে মারতে যায়। কুকুরটি যদিও লোকটিকে কামড় দেয় না। লোকটি যখন লাঠিটি ফেলে দেয় কুকুরটি লাঠিটা তুলে উল্টে লোকটিকে মারতে চলে যায়।
