আমুদরিয়া নিউজ : ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পাশ হয়েছে বুধবার মাঝরাতে। এবার আজ, বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হতে চলেছে বিলটি। বুধবার লোকসভায় ভোটাভুটিতে এনডিএ জোটের সরকার ২৮৮টি ভোট পায়। বিলের বিপক্ষে ২৩২টি ভোট পড়ে। রাজ্যসভায় এখন ২৪৫ জন সদস্য-সদস্যা। সরকারের পক্ষে দরকার ১১৯টি ভোট প্রয়োজন। এনডিএ জোটের সঙ্গে রয়েছে ১২৫টি ভোট। সেই সঙ্গে আছে ৬ জন মনোনীত সদস্যের ভোট। ফলে, রাজ্যসভায় এনডিএ জোটের সমস্যা হওয়ার কথা নয়।
