আমুদরিয়া নিউজ : গুজরাটের বনসকান্তা জেলার দিসা শহরের কাছে একটি গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হন। কয়েক ঘন্টা পরেই পুলিশ ওই গুদামের মালিককে গ্রেফতার করেছে। তাঁরা জানান, ব্যক্তির বিরুদ্ধে গুদামে অবৈধভাবে আতশবাজি মজুত রাখা এবং তৈরি করার অভিযোগ রয়েছে।
