আমুদরিয়া নিউজ : পরীক্ষা কেন্দ্রে যে কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল বা এই ধরনের কোনও বৈদ্যুতিন যন্ত্রের খোঁজ মিললেই তার পরীক্ষা বাতিল করা হবে— রাজ্যের সাড়ে দশ লাখ মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর দু’মাস আগেই বেনজির ভাবে সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের সাড়ে দশ লাখ পরীক্ষার্থীর জন্য এ দিন বিনামূল্যে টেস্ট পেপারের আনুষ্ঠানিক প্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ও সচিব সুব্রত ঘোষ।
টেস্ট পেপারে পরীক্ষার্থীদের জন্য প্রাক–কথন বিভাগে খানিকটা রীতি–বহির্ভূত ভাবে এ বার বলা হয়েছে, সমস্ত কাজকর্মের মতো পরীক্ষারও কিছু নিয়মকানুন আছে। আশা করা যায়, সমস্ত পরীক্ষার্থী পরীক্ষার সময়ে পরীক্ষা কেন্দ্রের নিয়মকানুন ঠিকঠাক মেনে চলবে। একটি বিষয়ে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে- তা হল, পরীক্ষা কেন্দ্রে কোনও রকম বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। মোবাইল ফোন, স্মার্টফোন, স্মার্টওয়াচ, রিসিভার, ব্লুটুথ পেজার ইত্যাদি পাওয়া গেলে, তার পরীক্ষা বাতিল হতে পারে।