আমুদরিয়া নিউজ : জাপানি গবেষকরা নতুন তথ্য সকলের সামনে তুলে ধরলেন। তারা জানিয়ে দিলেন পৃথিবীর জলের রং কোনও এক সময় সবুজ ছিল। খবরটি প্রকাশিত হয়েছে নেচার পত্রিকাতে। গবেষকরা জানিয়েছেন, পৃথিবীতে জলের প্রথম স্পর্শ পাওয়ার পর থেকেই এখানে জলের নিচে গাছের জন্ম হতে শুরু হয়। ফলে পৃথিবীতে থাকা সমস্ত জলের রং সেই সময় ছিল একেবারে সবুজ। জাপানের গবেষকরা দাবি করছেন, পৃথিবীতে পরবর্তীকেল প্রচুর আগ্নেয়গিরি তৈরি হয়েছে। সেখান থেকে ঘন ঘন আগুনের বৃষ্টি হত। সেই লাভা ধীরে ধীরে জলের সঙ্গে মিশে সেখান থেকে জলের রঙের পরিবর্তন হয়েছে।
