আমুদরিয়া নিউজ : ফুলবাড়ি জল সরবরাহ কেন্দ্রে পলি সরানোর কাজ শুরু হয়েছে বলে শিলিগুড়ি শহরে একবেলা জল সরবরাহ বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে একবেলা জল সরবরাহ বন্ধ থাকায় শহরবাসীদরা জলকষ্টে ভুগছেন। কারণ, একবেলা জল সরবরাহ হলেও তা কোথাও একেবারে সরু সূতোর মতো হয়ে পড়ছে। শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব বলেছেন, ৩০ ডিসেম্বর পলি সরানোর কাজ হয়ে যাবে। তার পরে জল সরবরাহ স্বাভাবিক হয়ে য়াবে। তিনি অবিযোগ করেন, বাম আমলে ফুলবাড়ি ওয়াটার ট্রিটমনেন্ট প্ল্যান্টের দেখভাল ঠিকমতো করা হলে এমন সমস্যা হতো না।
এই ব্যাপারে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য অভিযোগ করেন, এই পুরবোর্ড নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ যে তা বারবার প্রমাণ হচ্ছে। এর আগে দূষিত জল সরবরাহের অভিযোগ উঠেছিল। অশোকবাবুর মতে, আসলে বামেদের আমলে জল সরবরাহ ব্যবস্থা যা তৈরি হয়েছিল তার চেয়ে বেশি কিছু তৃণমূল করতে পারেনি বলেই এই সমস্যা দেখা দিচ্ছে।