আমুদরিয়া নিউজ : হায়দরাবাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সূর্য ইয়াডাভেল্লি মনে করেন, বাতাসের প্রতিটি কণাতেই গ্যাস ও জলের যে উপস্থিতি রয়েছে তা কাজে লাগিয়ে জল তৈরি করা যাবে। তিনি একটি ছোট যন্ত্র তৈরি করেন। সেখানে তিনি বাতাস থেকে জল তৈরি করেন। সেটা বোতলবন্দি করেন। বোতলবন্দি এই জল এখন পরীক্ষা করার জন্য সরকারি ল্যাবরেটরিতে নেওয়া হয়েছে। ওই পরীক্ষা পুরোপুরি সফল হলে তা হবে যুগান্তকারী ব্যাপার। তবে কতটা খরচসাপেক্ষ হবে সেটাও একটি বিষয়।
