আমুদরিয়া নিউজ : কার কত বয়স! কে কত মোটা! কে রোজা রাখেনি!
এ সব প্রশ্ন, সমালোচনাগুলোকে একেকটা ছক্কার মতো মাঠের বাইরে ফেলে দিল রোহিত শর্মা ও তাঁর টিম। দিকে দিকে বার্তা গেল, যে যতই বলুক, উই আর চ্যাম্পিয়ন!
হ্যাঁ, দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারত বুঝিয়ে দিল ভারত ওডিআই ক্রিকেটেও এখন বিশ্বসেরা।
পরপর দুটো বিশ্ব টুর্নামেন্টে জয় এনে দিল ভারতবাসীকে।
রবিবার ৪৯ ওভারে ৬ উইকেটে ২৫৪ রানের লক্ষ্যে পৌঁছয়। রোহিত শর্মা ৮৩ বলে ৭৬ রান করে এবং রাহুলের অপরাজিত ৩৪ রানের সুবাদে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল।
নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করতে নামে এবং দুবাইয়ের স্লো পিচে ৫০ ওভারে ৭ উইকেট খিউয়ে ২৫১ রান করে।
সাতটা চার এবং তিনটি ছক্কা মেরে ভারতের অধিনায়ক রোহিত শর্মা একটা দুর্দান্ত ইনিংসের শুরু করেন। হার্দিক পান্ডিয়া ১৮, রাহুলের সাথে ষষ্ঠ উইকেটে ৩৬ বলে ৩৮ রানের একটা গুরুত্বপূর্ণ জুটি তৈরি করেন।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে তার সম্ভাব্য অবসর নেওয়ার প্রশ্নটাও মাঠের বাইরে ফেলে দেন। জানান, অবসর এখন নিচ্ছি না, প্রশ্নই নেই।
৩৭ বছর বয়সী এই খেলোয়াড়, বিরাট কোহলির সাথে, গত টি-টোয়েন্টি ম্যাচ জেতার পরে টি-টোয়েন্টি ম্যাচ থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। এর ফলে দুবাইতেই এইরকম একটা কিছু ঘটতে পারে বলে বেশ গুজব ছড়িয়ে পড়েছিল। তাতেই জল ঢেলে দিলেন তিনি।