আমুদরিয়া নিউজ : শুক্রবার আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের বিশাল পরাজয়ের পর দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এক অদ্ভুত মন্তব্য করেন। ১৭ বছর পর চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে তাদের হারায় আরসিবি দল। সাংবাদিক বৈঠকে ঋতুরাজকে পরাজয় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি খুশি যে তার দল বড় ব্যবধানে হারেনি, মাত্র ৫০ রানে হেরেছে। মূলত বাকি ম্যাচের জন্য দলের আত্মবিশ্বাসকে বজায় রাখার জন্যেই এমন মন্তব্য করেন তিনি, এমনই মনে করছেন অনেকে।
