আমুদরিয়া নিউজ ডেস্কঃ প্রতিবাদী এক নারীর সাথে মোমবাতি ধরে “উই ওয়ান্ট জাস্টিস” বলতে শোনা গেল এক পুলিশ আধিকারিককে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ওই ভিডিও আলিপুরদুয়ারের বলে দাবি করা হয়েছে। কিন্তু ভিডিও’র সত্যতা যাচাই করেনি আমুদরিয়া নিউজ।
৪ থেকে ৫ সেপ্টেম্বর রাতে ফের রাত দখলের লড়াইয়ে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নামে মানুষ। এদের মধ্যে নারী প্রতিবাদীদের সংখ্যাই ছিল বেশী। ওই প্রতিবাদ আন্দোলনের পরেই এমন ভিডিও প্রকাশ্যে এসেছে। আরজিকর কান্ডের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের সাথে একাধিক জায়গায় বিরোধের সৃষ্টি হতে দেখা গিয়েছে। অনেক ক্ষেত্রেই প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনাও ঘটেছে। এনিয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদীদের অসন্তোষ প্রকাশ করতেও শোনা গিয়েছে। ঠিক এমন সময় সামাজিক মাধ্যমে প্রতিবাদী এক নারীর সাথে মোমবাতি ধরে সুরে সুর মিলিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগান দেওয়া পুলিশ আধিকারিকের ভাইরাল ভিডিও নিয়ে চর্চা শুশু করেছেন নেটিজেনরা।