আমুদরিয়া নিউজ : এই গ্রীষ্মে হাঙ্গেরির বার্ষিক বুদাপেস্ট প্রাইডের ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩৭ বছর বয়সী কন্টেন্ট স্রষ্টা রবার্ট অ্যান্টিক এই বছরের মিস্টার গে ইউরোপ-এ হাঙ্গেরির প্রতিনিধিত্ব করছেন। তিনি প্রথমবারের মতো উৎসবে যোগ দিতে চান।
মঙ্গলবার হাঙ্গেরির আইন প্রণেতারা একটি নতুন আইন পাস করে দেশে প্রাইড ইভেন্ট নিষিদ্ধ করেন। তাঁরা কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা সত্ত্বেও যেকোনো ইভেন্টে অংশগ্রহণকারীদের শনাক্ত করার জন্য মুখের চেনার প্রযুক্তি ব্যবহার করার অনুমতি দেয়। যা প্রচারকদের মতে অবৈধ এবং এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের উপর দমন-পীড়নের অংশ।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে বলেন, এটি শিশু সুরক্ষা আইন লঙ্ঘন করে এমন সমাবেশকে বেআইনি ঘোষণা করবে। তাই সেখানের এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের সকলে এই বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে জানান, যতক্ষণ না পর্যন্ত এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে ততক্ষণ তাঁরা লড়াই করে যাবেন।

আমরা লড়াই করব, হাঙ্গেরি প্রাইড ইভেন্ট নিষিদ্ধ করার পর এলজিবিটিকিউ +দের প্রতিবাদ
Leave a Comment