আকাশবাণী শিলিগুড়িঃ  ছয়টি তথ্য জেনে রাখুন

আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র গড়ে ওঠে আশির দশকে। প্রথম সম্প্রচার হয় ১৯৮২ সালের অগস্ট মাসে।

সংস্কৃত ভাষায় আকাশবাণী শব্দটির অর্থ "আকাশ হইতে বাণী" বা "দৈববাণী"।

— Crystal Lambert

প্রথমে নাম ছিল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস (আইএসবিএস)। পরে হয় অল ইন্ডিয়া রেডিও।

কবি রবীন্দ্রনাথ ঠাকুর আকাশবাণী নামকরণ করেন।

Category

Caffeinated Historians

January 31, 2020

02.

১৯২৭ সালে যথাক্রমে আকাশবাণী মুম্বই ও আকাশবাণী কলকাতা স্থাপিত হয়। দুটো ট্রান্সমিটার দিয়ে ভারতে রেডিও সম্প্রচার শুরু হয়।

Category

Caffeinated Historians

January 31, 2020

02.

আকাশবাণী শিলিগুড়ি থেকে সম্প্রচারিত যুব অনুষ্ঠান, গ্রামে গঞ্জে, প্রত্যুষা, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকসঙ্গীত, বিবিধ ভারতী সহ সব অনুষ্ঠানই ভীষণ জনপ্রিয়।