দীপাবলির চমকে অনন্যা ‘দেশি গার্ল’ বার্বি
ফ্যাশন জগতে এ মুহূর্তে পরিচিত নাম অনিতা ডোংরি। প্রথমবার দীপাবলির চমক হিসেবে ফ্লোরাল লেহেঙ্গায় বার্বিকে সাজালেন অনিতা।
এবার আমেরিকান খেলনা কোম্পানি ‘ম্যাটেল’-এর সাথে জুটি বেঁধে বার্বিকে দিলেন ইন্ডিয়ান লুক।
ডাস্কি স্কিন টোনে আগে দেখেছেন বার্বিকে? টানা টানা কাজল চোখ, গালে লালচে আভা। ছোট্ট গোলাপি টিপ, গ্লসি পিঙ্ক লিপ্স, কানের ভারী চাঁদবালিতে বার্বির অঙ্গে অঙ্গে যেন ঠিকরে পড়ছে ভারতীয় ঐতিহ্যের দ্যুতি!
শুধু তাই নয়। ডালিয়া, জুঁই আর পদ্মের মোটিফের ফ্লোরাল ভেস্ট-মিনি শ্রাগ, লেহেঙ্গায় ‘শুদ্ধ দেশি’ বার্বি যেন অনন্যা।