আমুদরিয়া নিউজ : চুরি ও ছিনতাইয়ের অভিযোগে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশের আওয়ামি লিগের ৪ নেতাকে গ্রেপ্তার করল মেঘালয় পুলিশ। ধৃতদের নাম, নাসিরউদ্দিন খান, আলম খান মুক্তি, আব্দুল লতিফ রিপন এবং আহমদ জুয়েল।
ধৃতরা প্রত্যেকেই সিলেটের বাসিন্দা। শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেই বাংলাদেশ থেকে পালিয়ে যান আওয়ামি লিগের একাধিক নেতা। এই চারজনও পালিয়ে এসেছিলেন।
পুলিশ সূত্রে খবর, আওয়ামি লিগের ওই চার নেতা সিলেট থেকে শিলংয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মেঘালয়ের এক মহিলা ৫ নভেম্বর বাংলাদেশের ৬ জন বাসিন্দার বিরুদ্ধে চুরি–ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন ৪ জন। এদের মধ্যে দু’জনকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ।