আমুদরিয়া নিউজ : জাপানের টোকিওর এক ব্যক্তি এক মাসে ১ হাজার ডিম খেয়েছেন। তাঁর নাম জোসেফ এভারেট। তিনি বরাবর স্বাস্থ্য বিষয়ক রুটিন মেনে চলেন। দিনে ৩০টি খেতেন। তিনি অমলেট, স্মুদি, ভাতের সঙ্গে কাঁচা ডিমও খেয়েছেন। জানা গিয়েছে, এক মাসের মধ্যেই তিনি ৬ কেজি পেশি বাড়িয়েছিলেন। তাঁর ওজন তোলার ক্ষমতা ২০ কেজি বাড়ে। তার হাই কোলেস্টেরল থাকা সত্ত্বেও তার রক্ত পরীক্ষায় জানা গিয়েছিল, ব্যাড কোলেস্টেরলের মাত্রা খুব একটা পরিবর্তন হয়নি। তিনি জানান, আগে মুদি দোকান থেকে ডিম কিনতেন। তার কোয়ালিটি ভাল ছিল না। পরে একটি পোলট্রি ফার্ম থেকে সরাসরি কিনে ভাল মানের ডিম পান। তাঁর মতে, মুরগি যা খায় তার উপরেই গুণমান নির্ভর করে।
