আমুদরিয়া নিউজ : শপিং মলে গিয়েছিলেন এক তরুণী। তবে মলে গিয়ে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। তাকে দেখে মলের কর্মীরা রীতিমত হাসাহাসি জুড়ে দেন। এই ইয়ার্কি কিছুক্ষণ হজম করেন ওই তরুণী। তারপর তিনিও বিরক্ত হয়ে ঘটিয়ে বসেন এক কাণ্ড। নিজের মেজাজ হারিয়ে তিনি ওই কর্মীদের দিকে ছুঁড়ে দেন কফি। এই তিক্ত অভিজ্ঞতার ভিডিও তিনি সমাজমাধ্যমে শেয়ার করেছেন। সমাজমাধ্যমে ভাইরাল হতেই তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষের ঝড়। এক ব্যক্তি ওই তরুণীকে ‘পাপা কী পরী’ বলে কটাক্ষ করে বলেন, তিনি হয়তো ভেবেছেন যা চান তাই করতে পারবেন।
