আমুদরিয়া নিউজ : ভালোবাসার প্রতীক, সাদা ধবধবে সমাধি সৌধ বিশাল তাজমহলের দিকে তাকালেই অবাক লাগে। তবে স্ত্রী মমতাজ বেগমের স্নেহময় স্মৃতির উদ্দেশ্যে মুঘল সম্রাট শাহজাহানের এই কীর্তি ফের বিতর্কের কেন্দ্রবিন্দু। বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে যে, তাজমহল নির্মাণে ষোড়শো শতকে প্রায় ৩২ মিলিয়ন অর্থাৎ ৩.২ কোটি টাকা খরচ হয়েছিল। ভারতীয় ইতিহাসবিদ যদুনাথ সরকার ‘স্টাডিজ ইন মুঘল ইন্ডিয়া’ নামে একটি বই লিখেছিলেন, তাজমহল তৈরিতে খরচ পড়েছিল প্রায় ৪২ মিলিয়ন বা ৪.২ কোটি টাকা। তবে এখন যদি তাজমহল তৈরি করা যায় তাহলে তার খরচ কত পড়বে ? বর্তমানে তাজমহল তৈরি করা হলে আনুমানিক এক বিলিয়ন মার্কিন ডলার খরচা হতে পারে। এবিপি লাইভ হিন্দির মতে, যদি আজ তাজমহল তৈরি করা হয়, তাহলে ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে প্রায় ৭৫০০ কোটি টাকা। সব মিলিয়ে বলাই যায়, বিশ্বের এই আশ্চর্য স্থাপত্যের মূল্য নির্ধারণ করা কঠিন।
