আমুদরিয়া নিউজ : স্ত্রীর সঙ্গে কথোপকথনে স্বামী হুংকার দিলেন, বউ হয়ে বউয়ের মতো থাকো। এটা ভুলে যেও না আমি তোমার হাসব্যান্ড। এখন থেকে আমি যা সিদ্ধান্ত নেব এ বাড়িতে তাই হবে। বুঝে নিও। স্ত্রী সঙ্গে সঙ্গে তাঁকে সাপোর্ট করলেন। স্ত্রী বললেন, আমিও কোনও ঝামেলায় যেতে চাই না। এবার থেকে তোমার কথাই চলবে। বলো তোমার কী সিদ্ধান্ত ? স্বামী বললেন, আমি কাপড়টা আগে কাচব। স্ত্রীর প্রশ্ন, আর বাসন ? স্বামীর উত্তর, কাপড় কাচা হয়ে গেলে বাসন মাজব। আর ঠিক তারপর ঝাড়ু দেব। ভাইরাল এই ভিডিওয় নেটিজেনদের প্রশ্ন, নীতিপরায়ণ কে ? স্বামী না স্ত্রী ?
