আমুদরিয়া নিউজ : কাপড়ের দোকান। দরজা খোলা। রাতের বেলা ঢুকে পড়ে এক দুষ্কৃতী। হন্তদন্ত হয়ে সে ব্যস্ত হয়ে পড়ে কাপড় লুঠ করতে। সি সি টিভিতে ধরা পড়ে সব। কিন্তু ভেতরে দেখবার মতো কি কেউ নেই? আছেন। তিনি দোকানের কর্মী। ক্যাশবক্সের টেবিলে তিনি অঘোরে ঘুমোচ্ছেন। ওই দুষ্কৃতী সুযোগ পেয়ে ইচ্ছে মতো কাপড় লুঠ করে। ঘুমন্ত কর্মীর মাথা থেকে চশমা খুলে পরে নেয়। একটু নাচও নেচে নেয়। শেষে ঘুমন্ত কর্মীকে দেখিয়ে সেলফি তুলে বীরের মতো বেরিয়ে যায় দুষ্কৃতী। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওর ক্যাপশন, মসৃণ চুরি।
