আমুদরিয়া নিউজ : এক বাবার আশ্রমে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। স্ত্রী বাবাকে বললেন, আমার স্বামী মাছ-মাংস খান। তিনি আমিষ পছন্দ করেন। বাবা বললেন, আমার সঙ্গে কথা বলতে বল। স্বামী সভায় উঠে দাঁড়ালেন। বাবা জিজ্ঞাসা করলেন, নিজের স্বাদের জন্য কোনও প্রাণীর হত্যা করা কী ঠিক ? স্বামী বললেন, না। বাবা বললেন, তাহলে তুমি হত্যা করে আবার খেতে গেলে কেন ? স্বামী বললেন, না মানুষ খেয়ে দেখিনি কখনও। সভায় হাসির রোল উঠল।
