আমুদরিয়া নিউজ : টানা পাঁচ মাস ধরে অসহ্য মাথাব্যাথা লেগেই ছিল। বছর ৩৫-এর ওই ব্যক্তি ভিয়েতনামের বাসিন্দা। এর পর এই ব্যাথা চরমে পৌঁছালে তিনি সহ্য ক্ষমতা হারান। তারপরেই তড়িঘড়ি হাসাপাতাল পৌঁছন তিনি। চিকিৎসকেরা ওই ব্যক্তির শারীরিক অবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করেন। তাতেই যা সামনে আসে তা দেখে অবাক সকলেই। সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে, ওই ব্যক্তির মাথায় ভাঙা দু’টুকরো চপস্টিক আটকে রয়েছে। তাঁর মনে পড়ে, মাস কয়েক আগে মদ্যপ অবস্থায় মারামারি করেছিলেন তিনি। তখনই অজান্তেই তাঁর নাকে চপ স্টিক ঢুকে যায়। এরপর অস্ত্রোপচার করে সেই চপস্টিক বার করা হয়।
