আমুদরিয়া নিউজ : ব্যাচেলরস অব এডুকেশন এর সংক্ষিপ্ত রূপ বি এড। শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলি থেকে এই ডিগ্রি অর্জন করা হয়। তিন রকমের ডিগ্রি আছে।ডি এল এড, যার সম্পূর্ণ নাম ডিপ্লোমা ইন এলিমেন্টরি এডুকেশন।
এই ডিগ্রি লাভ করার জন্য আবেদনকারীকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এই ডিগ্রি থাকলে আপনারা বিভিন্ন রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির প্রাথমিক বিভাগে পাঠদান করতে পারবেন।
বি. এড বা ব্যাচেলরস অব এডুকেশন কোর্সটি করার জন্য পুরোনো পাঠক্রম অনুযায়ী আবেদনকারীকে নূন্যতম স্নাতক ডিগ্রি লাভ করতে হবে। নতুন পাঠক্রমে স্নাতক ও বি. এড একসাথেই সম্পন্ন করা যাবে এবং সেটি ৪ বছরের একটি কোর্স। বিস্তারিত জানতে পড়ে দেখতে পারেন।
এবার এম এড বা মাস্টার্স অব এডুকেশন। স্নাতকের পরের ডিগ্রি যেমন স্নাতকোত্তর তেমন বি. এড এর পরের ডিগ্রি এম এড। এম এড করা বা না করা শিক্ষার্থীর ব্যক্তিগত ব্যাপার তবে এম এড করার পরে আপনি যেকোনো সরকারি বা বেসরকারি বি এড কলেজে অধ্যাপনার সুযোগ পাবেন। বি এড করার আগে ডি এল এড করা যেমন আবশ্যিক নয়। কিন্তু এম এড করার জন্য বি এড আবশ্যিক। বি এড কলেজগুলিতে এম এড করারও সুবিধা থাকে। বি এড ডিগ্রিতে নূন্যতম ৫৫% নম্বর থাকলেই এম এডের জন্য আবেদনই করা যায়। এটিও দুই বছরের একটি কোর্স। ছয় মাস অন্তর অন্তর সেমিষ্টার। খরচা পড়ে ওই বি এড কোর্সগুলোর মতোই। সরকারি ওয়েবসাইটে গিযে বিশদে খোঁজ করুন।