আমুদরিয়া নিউজ : হোয়াটসঅ্যাপ, গুগল প্লে-এর মতো জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে নিষেধাজ্ঞা রয়েছে ইরানে। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া পক্ষে ইরানের সরকার পরিচালনায় থাকা সংখ্যাগরিষ্ঠ সদস্য মত দিয়েছেন বলে সে দেশের সরকারি সূত্রে জানা গিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে সম্প্রতি ওই বিষয়ে একটি বৈঠক হয়। পেজেশকিয়ান গত জুলাইয়ে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি ইন্টারনেট ব্যবহারের উপরে বিধি নিষেধ দূর করার আশ্বাস দিয়েছেন। তবে কবে থেকে বিধিনিষেধ উঠবে তা স্পষ্ট করে জানানো হয়নি।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার দেখা গেছে। ২০০৯ সালে ইরানে ফেসবুক, তৎকালীন টুইটার (বর্তমান এক্স) ও ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়। ২০২২ সালে ইরানের নীতি পুলিশের হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তখন নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয় ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকেও।