আমুদরিয়া নিউজ : একটি পার্টিতে পাঁচ মহিলা দাঁড়িয়েছিলেন। এক তরুণ পাশ দিয়ে যেতে যেতে বলে ওঠে, এই পার্টিতে আসার জন্য ধন্যবাদ। এই পার্টিতে আপনাদের থেকে সুন্দর মহিলা চোখে পড়েনি। আমি হলফ করে বলতে পারি, আপনাদের মধ্যে চারজনই ফ্যাশন মডেল হওয়ার যোগ্য। মহিলারা একযোগে বলে ওঠেন, কোন চারজন ? তরুণ এবার সহাস্যে বলে ওঠেন, আমি বিশ্বাস করি সেটা বিচার করার বুদ্ধি আপনাদের আছে। বলেই তরুণ সোজা রাস্তা ধরেন। তাকে ফিসফিসিয়ে বলতে শোনা যায়, যুদ্ধ লাগল বলে। নারদ নারদ।
