আমুদরিয়া নিউজ : রিল ভাইরাল করতে কত কাযদাই না হয! এবার হরিয়ানার পানিপথের একটি বাজারে এক যুবক ব্রা পরে রাস্তায় বেরিয়ে নেচে রিল বানাচ্ছিল। তা দেখে ক্ষিপ্ত হন এলাকাবাসী ও দোকানদাররা। কয়েকজন পথচারী ও দোকানদার মিলে যুবককে ব্রা খুলে নাচতে বলেন। সে কথায় কান না দিয়ে যুবকটি রিল বানাতে থাকে।
এর পরে উত্তেজিত জনতা তাকে টেনে হিঁচড়ে ব্রা খুলিয়ে মারধর করতে থাকে। অবশেষে রিল বানানো বন্ধ হয়। তবে যে লক্ষ্যে যুবকটি রিল বানাতে গিয়েছিল তা কিছুটা সফল হয়েছে বলা যায়, কারণ, এই মারধরের ভিডিও ভাইরাল হয়েছে।
এই সময়ের এক বিচিত্র প্রবণতা রিল বানানো। ভাইরাল হবার জন্য যা খুশি করতে বিন্দুমাত্র দ্বিধা করছে না এক শ্রেণীর ইউ টিউবার। কারণ ভিউ বাড়লেইতো টাকা । তাই অর্থলোভে নীতি-নৈতিকতার ধার ধারছে না তারা। সোশাল মিডিয়া জুড়ে যৌনগন্ধী কনটেন্ট আপলোড করছে অর্থের আশায়। গ্রামের মেয়ে -বউরাও অশ্লীলতা প্রদর্শনে পিছিয়ে নেই। তারাও টাকার লোভে কদর্য্য কথা ও অঙ্গভঙ্গি দিয়ে ভিউ বাড়াবার প্রতিযোগিতায় নেমেছে বৃহৎ সংখ্যায়। এখন এই রিল সূত্রে নৈতিক অধঃপতন দেশকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার।