আমুদরিয়া নিউজ : পথ কুকুরকে হাত বুলিয়ে আদর করতে চেষ্টা করছিলেন এক ব্যক্তি। কুকুরটিও শুঁকে দেখছিল ওই ব্যক্তিকে। তবে ব্যক্তি নিশ্চিন্ত হতে পারছিলেন না। কারণ, রাস্তার কুকুরকে বিশ্বাস করতে তাঁর আপত্তি ছিল। কুকুরটিও একে একে ওই ব্যক্তির হাত, পা, শরীর পর্যবেক্ষণ করে দেখছিল। এরপরই দুজনের একে অপরকে চেনার চেষ্টায় বিরতি পড়ে। হঠাতই আক্রমণাত্মক হয়ে ওঠে কুকুরটি। কামড়ানোর চেষ্টা করে ওই ব্যক্তিকে। এত আদর করার পরে হঠাতই কেন কুকুরটি রেগে গেল বুঝে উঠতে পারলেন না ওই ব্যক্তি। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা আফসোস করেছেন।
