আমুদরিয়া নিউজ : দুজনেই দশম শ্রেণির ছাত্রী। দুজনেরই পছন্দ এক ছাত্রকে। কিন্তু, একজন অন্যজনকে ছাড়তে রাজি নয়। তা নিয়ে কথা কাটাকাটি, তর্কাতর্কি করতে করতে হাতাহাতি। একে অন্যের চুলের মুঠি ধরে মারধর শুরু করে দেয়। এটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত এলাকার একটি স্কুলের সামনে। গত মঙ্গলবার আমিনগর সরাই শহরের এক স্কুলের বাইরের ওই ছবি ভাইরাল হয়েছে।
স্কুলের পোশাক পরে চুলোচুলি দেখে থমকে যান শিক্ষক শিক্ষিকারও। স্কুলে পক্ষ থেকে দুজনের বাড়ির লোকজনকে জানিয়ে সতর্ক করা হয়েছে।