আমুদরিয়া নিউজ : ট্রেন আসছিল। সামনে চলে আসে একটি ছাগলছানা। ট্রেনের সামনে দৌড়াতে থাকে। কয়েক সেকন্ডের ব্যবধানে ট্রেন ওপর দিয়ে চলে যায়। ঝুঁকে পড়ে ছাগলছানাটি। লম্বা ট্রেনটি পুরোপুরি পার না হওয়া অবধি ঝুঁকে বসে থাকে ছানাটি। ট্রেনের তলার অংশের বেরিয়ে থাকা যন্ত্রাংশগুলিতে ধাক্কা খেয়ে কয়েকবার পাল্টি খায় ছানাটি। তাতেও ঘাবড়ায় না সাহসী প্রাণীটি। যাতে আর ধাক্কা না লাগে তার জন্য শুয়ে পড়ে ছানাটি। অবশেষে ট্রেন আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে। ভিডিও দেখে হাফ ছেড়ে বাঁচেন নেটিজেনরা। ভিডিওর ক্যাপশন, রাখে হরি মারে কে !
