আমুদরিয়া নিউজ : নিজের বাড়িতে রিল বানাচ্ছিলেন এক মহিলা। স্ত্রীর কীর্তি দেখে স্বামী মনে মনে একটা ফন্দি আটলেন। একটি গামছা হাতে নিলেন, একটি নিজের গলায় ঝুলালেন। এবার বউ যাতে দেখতে না পায় সেভাবে হাতের গামছা বউয়ের মুখে চেপে ধরে তাঁর মাথা ধরে ঝাঁকিয়ে দিলেন তরুণ। বউ মার খেয়ে ধাতস্থ হতে হতে স্বামীও গলার গামছাটি নিজের মাথায় মুড়িয়ে রাখলেন। ভাবটা এমন যেন কেউ তাকেও গামছা মাথায় ফেলে মেরে গিয়েছে, তিনিও বুঝতে পারেননি। বউ নিজে গামছা মুক্ত হয়ে স্বামীকে বলেলন, তোমাকেও কী কেউ মেরে গিয়েছে ? স্বামী বললেন, হ্যাঁ। বউ বললেন, দাঁড়াও আমি ক্যামেরা চালু করেই রিল বানাচ্ছিলাম। দেখি কে আমাদের মেরে গেল। স্বামী এবার ধর্মসংকটে। সম্প্রতি এই ট্রোল ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, ইনি স্মার্ট বউ, তাই এবার থেকে সাবধান।
