আমুদরিয়া নিউজ : নবরাত্রির উপোস ছিল। সারাদিন কিছুই মুখে তোলেননি তরুণী। তাই জমিয়ে খাবার জন্য অর্ডার করেন ভেজ বিরিয়ানি। তবে বাড়িতে পৌঁছয় চিকেন বিরিয়ানি। নিরামিষাশী ওই তরুণী প্যাকেট খুলে খেতে গিয়ে পান চিকেনের পিস। তখন থেকেই অপরাধবোধে ভুগছেন ওই তরুণী। সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে কেঁদেও দেন তিনি। তরুণীর অভিযোগ, ইচ্ছে করেই ডেলিভারি সংস্থা এই কাণ্ড ঘটিয়েছে। তবে কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ ডেলিভারি সংস্থার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দেন। কেউ আবার জনপ্রিয়তা পাওয়ার তরুণী ভিডিও পোস্ট করেছেন বলে কটাক্ষ করেছেন।
