আমুদরিয়া নিউজ : বান্ধবী স্নান করেন না। পাশে থাকার সময় অত্যন্ত দুর্গন্ধ পান প্রমিক। অথচ বান্ধবী সংবেদনশীল হওয়ায় তাকে কিছু বলতেও পারেন না যুবক। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল মার্কিন যুক্তরাষ্ট্রে। নেটমাধ্যম রেডিটে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানিয়েছেন এমনই এক অভিজ্ঞতার কথা। নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘সাধারণত আমরা একসঙ্গে জিমে যাই। আমি অনেকবার ওকে জিজ্ঞেস করেছি যে ও কেন নিয়মিত স্নান করে না? তাতে ও বলেছে, ও মেয়েদের অনুপাতেও খুব কম ঘামে। আর মেয়েরা নাকি তেমন ঘামে না।’ এসবের পরেও স্নান করতে অস্বীকার করেন প্রেমিকা। শেষ পর্যন্ত প্রেমিকার বাহুমূলের দুর্গন্ধ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যুবক। কিন্তু তাও নিজের ভুল মানতে নারাজ তরুণী।
