আমুদরিয়া নিউজ : জার্মানির ডুসেলডর্ফ শহরে একটি দোকানের বিশেষ পিজার চাহিদা তুঙ্গে। পিজাটির নাম পিজা নম্বর ৪০। সে দেশের পুলিশ গোপনে খবর সংগ্রহ করে অভিযান চালাতেই তাদের চোখ কপালে। ওই পিজায় কোকেন মেশানো থাকে। তাই এত চাহিদা। পুলিশ রেস্তোরাঁর মালিক সহ ১৬ জনকে গ্রেফতার করেছে৷ চিজ, টমেটো ও ময়দা দিয়ে বানানো পিজায় মেশানো হতো কোকেন।
