আমুদরিয়া নিউজ : রোজই একই রকমের খাবার খেতে খেতে একঘেয়ে হয়ে গিয়েছিলেন এক যুবক। গানের মাধ্যমে অভিযোগ করে সেই কথাই মা-কে জানিয়ে দিলেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওর দৃশ্যে দেখা যাচ্ছে, যুবক ক্যামেরা ধরে বসে আছেন। পেছনে তাঁর মাও বসে আছেন। তখনও গানে গানে যুবক জিজ্ঞাসা করেন, আজ কী বানিয়েছ মা? মার ছেলেকে উত্তরে বলেন, ‘খিচুড়ি।’ ব্যস তারপরেই ছেলে হিন্দিগানের সুরে গান জুড়ে দেন যুবক। শেষে মা তাঁর ছেলেকে ওইদিন খিচুড়ি খেয়ে চালিয়ে নিতে বলেন। ছেলেও সুর দিয়ে বলে ওঠে ‘আমি তো শাহি পনির খাবো।’ খাবারের গান মন কেড়েছে নেটিজেনদের।
