আমুদড়িয়া নিউজ: হাতুড়ি দিয়ে স্ত্রীকে খুন করার দায়ী স্বামীর যাবজ্জীবন সাজা হলো। শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে ওই রায় হয়। চার বছর আগে ২০২০ সালে জলপাইগুড়ির পান্ডা পাড়ায় আঁখি বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠে তার স্বামী গৌতমের বিরুদ্ধে। মিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গৌতমকে ধরে। পুলিশ তদন্তে নেমে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে চার্জশিট দেয়।
