আমুদরিয়া নিউজ : মাদক খাইয়ে বছরের পর বছর স্ত্রীকে পড়শিদের দিয়ে ধর্ষণ করানোর দায়ে ফ্রান্সের সেই ৭২ বছর বয়সী ডমিনিক পেলিকটকে ২০ বছরের কারাদণ্ড দিল সে দেশের আদালত। বৃহস্পতিবার আদালতে ওই সাজা ঘোষণা হয়। ওই মামলায় অভিযুক্ত আরও ৫০ জনের মধ্যে ৪৬ জনকেও সাজা দেওয়া হয়েছে। কারও ৩ বছর, কারও কারও ১২ বছর অবধি জেল হয়েছে।
এখানেই শেষ নয়, তদন্তে দেখা গিয়েছে, ডমিনিক পেলিকট তার মেয়ে, ক্যারোলিন ডারিয়ান এবং তার পুত্রবধূ অরোর এবং সেলিনের অশালীন ছবি তোলার জন্যও দোষী সাব্যস্ত করা হয়েছিল। ডমিনিকের আইনজীবী জানান, তাঁরা আপিল করবেন কি না তা ভেবে দেখবেন।
৭২ বছরের এই বৃদ্ধের সঙ্গে তাঁর স্ত্রীর বছর দশেক আগেই ডিভোর্স হয়েছে। তাঁর স্ত্রী লোকলজ্জ্বার কথা না ভেবে নিজেই প্রকাশ্যে এসে অবিযোগ করেছেন। প্রতিদিন কোর্টে হাজির হয়েছেন শুনানির সময়ে। তিনি জানান, তাঁকে প্রায়ই মাদক জাতীয় কিছু খাইয়ে পরিচিত পুরুষদের ডেকে এনে ধর্ষণ করা হতো। যে ঘটনা সামনে আসার পরে গোটা দুনিয়া উত্তাল হয়ে ওঠে। যে ছোট্ট গ্রামের বাসিন্দা ডমিনিক সেখানকার ৫০ জনকে পুলিশ চিহ্নিত করে। দোষী সাব্যস্ত ৪৬ জন দাবি করেছে, তারা যে ধর্ষণ করছে সেটা বুঝতে পারেনি। মহিলাটি যে অচৈতন্য ছিলেন সেটাও নাকি তারা বোঝেনি। বিচারক তাদের মধ্যে ৪৬ জনকেও দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। এর ফলে ফ্রান্সের ইদানীংকালের সবচেয়ে বড় ধর্ষণের মামলার নিষ্পত্তি হল।